শুরুটা করে দাও

 


কখনো কি এমন হয়েছে যে তোমার চেয়ে কম মেধাবী, কম যোগ্যতাসম্পন্ন কিংবা তোমার চেয়ে কম টাকাপয়সায় সক্ষম কেউ এমন কাজ করছে যা দেখে তোমার হিংসা হয়। তা হতে পারে নেতৃত্বে, চাকরিতে কিংবা ব্যবসায়। তোমার সে বন্ধুর সফলতা দেখে তোমার মনে হয় যে তুমি তার চেয়ে ঐ কাজটা আরও ভালো করতে পারতে। 

কিন্তু তোমার সে বন্ধু বা পরিচিত কেউ আজ তার সে অবস্থানে কারন সে একদিন কাজটি শুরু করেছিল। সেজন্য সে শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে, সময় দিয়েছে এবংএমনকি টাকাপয়সাও খরচ করেছে। আর তুমি কি করেছো?

তুমি শুরুই করো নি। তুমি তো শুরুই করো নি। 

তুমি যদি মনে করো কোনো কাজে তুমি সফল হতে পারবে তাহলে তা আজই শুরু করে দাও। শ্রম দাও, সময় দাও, প্রয়োজনে সে কাজ শেখার জন্য টাকাপয়সা খরচ করো। সফলতা আসবেই। 

তোমার সফলতার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে, তোমার মা, তোমার পরিবার অপেক্ষা করছে। তাই আর অপেক্ষা নয় Just Do It, Do It Now. 

Comments

Popular posts from this blog

ঈগল মানসিকতা

বাংলা মোটিভেশন