বাংলা মটো জীবনে তোতাপাখির মত হইও না। তোতাপাখি বেশি কথা বলে কিন্তু আকাশে বেশ উচুতে উড়তে পারে না। অপরদিকে ঈগল নীরব , অথচ আকাশটাকে যেন সে ছুঁয়ে যেতে চায়। তোতা পাখির মতো বেশি কথা বলা মানুষের থেকে দূরে থাকো। তুমিও তখন আকাশ ছোঁয়া লক্ষ্যে পৌছাতে পারবে। ঈগলের লাইফস্টাইল থেকে ৭ টি শিক্ষা নেওয়া যাক। যা তোমার জীবন বদলে দিবে। https://youtu.be/38j-qo7yas4 ১। ঈগলেরা আকাশে অনেক উঁচুতে উড়ে একা একা। তারা অন্য কোনো পাখির সাথে উড়ে না। সে তাদের সঙ্গ বা তাদের সমান উচ্চতায়...
জীবনে লক্ষ্য অর্জন করতে হলে তোমাকে চেষ্টা করতে হবে। ঘাম , শ্রম , সময় এবং অর্থ বিনিয়োগ করতে হবে। চেষ্টা ছাড়া কেউ জীবনে কোনো কিছুই অর্জন করতে পারে না। বলা হয়ে থাকে যে , দশ হাজার ঘন্টা কোনো একটি বিশেষ কাজ বা লক্ষ্যের জন্য যদি কেউ শ্রম দেয় তবে তাতে সে এক্সপার্ট হয়। কাউকে না দেখিয়ে বা কোনো প্রকারের রিওয়ার্ড আশা না করে অসংখ্যবার চেষ্টা করতে করতে মানুষ খেলাধুলায় সেরা হয়। মাঠের পারফরম্যান্স দেখে দর্শক হাততালি দেয় কিন্তু সেই খেলোয়াড়ই কেবল জানে তার প...
কখনো কি এমন হয়েছে যে তোমার চেয়ে কম মেধাবী, কম যোগ্যতাসম্পন্ন কিংবা তোমার চেয়ে কম টাকাপয়সায় সক্ষম কেউ এমন কাজ করছে যা দেখে তোমার হিংসা হয়। তা হতে পারে নেতৃত্বে, চাকরিতে কিংবা ব্যবসায়। তোমার সে বন্ধুর সফলতা দেখে তোমার মনে হয় যে তুমি তার চেয়ে ঐ কাজটা আরও ভালো করতে পারতে। কিন্তু তোমার সে বন্ধু বা পরিচিত কেউ আজ তার সে অবস্থানে কারন সে একদিন কাজটি শুরু করেছিল। সেজন্য সে শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে, সময় দিয়েছে এবংএমনকি টাকাপয়সাও খরচ করেছে। আর তুমি কি করেছো? তুমি শুরুই করো নি। তুমি তো শুরুই করো নি। তুমি যদি মনে করো কোনো কাজে তুমি সফল হতে পারবে তাহলে তা আজই শুরু করে দাও। শ্রম দাও, সময় দাও, প্রয়োজনে সে কাজ শেখার জন্য টাকাপয়সা খরচ করো। সফলতা আসবেই। তোমার সফলতার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে, তোমার মা, তোমার পরিবার অপেক্ষা করছে। তাই আর অপেক্ষা নয় Just Do It, Do It Now.
Comments
Post a Comment