উদ্যোগী হোন

 "মজুরির চেয়ে লাভ ভালো। মজুরি আপনাকে জীবিকা নির্বাহ করবে, লাভ আপনাকে ভাগ্যবান করে তুলতে পারে।"

—জিম রন।


আপনি জানেন মজুরি উপার্জন করে ধনী হওয়া বেশ কঠিন, এমনকি কখনো কখনো অসম্ভব। কিন্তু আপনি যদি ব্যবসা শুরু করেন তবেই কেবল ধনী হওয়ার সম্ভাবনা আছে । শুরুতে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খণ্ডকালীন  শুরু করলেও ব্যবসায়ের মুনাফা আপনার সম্পূর্ণ মনোভাব পরিবর্তন করে দিবে। এটি হতে পারে ক্ষুদ্র ব্যবসা, নেটওয়ার্ক বিপণন সংস্থা বা সেবামূলক কোনো ব্যবসায় খণ্ডকালীন বা আপনার পছন্দসই যেকোনো কিছু। 


ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি পরিশোধ করার জন্য কাজ করতে যাওয়ার চেয়ে প্রতিদিন আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে থাকুন। আমি বলছি না যে,  ভাড়া পরিশোধের জন্য কিংবা সংসারের খরচ চালানোর জন্য কাজে  যাবেন না, কিন্তু আপনি যদি আপনার সময়ের কিছু অংশ নিজের একটা ব্যবসায়ের জন্য কাজে লাগাতে পারেন, তাহলে তা  আপনার ভাগ্য গড়তে কাজে লাগবে। 


উদ্যোগ

Comments

Popular posts from this blog

ঈগল মানসিকতা

বাংলা মোটিভেশন

শুরুটা করে দাও